সিকিউরিটি গার্ড নিয়োগ বিজ্ঞপ্তি

পদের নামঃ সিকিউরিটি গার্ড ।

প্রতিষ্ঠানঃ সিকিউরলাইন লিমিটেড।

পদের সংখ্যাঃ ২৫ ।

চাকরির দায়িত্বসমূহঃ

১. প্রতিষ্ঠানের নিরাপত্তার দায়িত্বে সর্বদা নিয়োজিত থাকা।
২. কর্মস্থলে আগত ব্যক্তিবর্গের আসা-যাওয়ার সময়সূচি লিপিবদ্ধ করা এবং প্রয়োজনীয় তল্লাশি চালানো।
৩. গেইট পাস ব্যতীত কোনকিছু বাহির ও ভিতর হতে আনা-নেওয়া না করতে দেয়া।
৪. প্রতিষ্ঠান ত্যাগের প্রাক্কালে সকল সম্মানিত সদস্য এবং সন্দেহজনক যে কাউকে দেহ ও ব্যক্তিগত সরঞ্জামাদী চেক করে অফিসের কোন সম্পদ অবৈধভাবে বাহিরে যাচ্ছে বা অফিসে ঢুকছে কি’না তা নিশ্চিত হওয়া।
৫. কোন কিছু সন্দেহজনক মনে হলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা।
৬; অস্থায়ী অথবা জরুরী পরিস্থিতিতে জান-মালের সুরক্ষা বিষয়ক প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে কাজ করা।
৭. আদব কায়দা ও প্রতিষ্ঠানের নিয়ম-কানুন মেনে চলা।
৮. প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী অন্যান্য দায়িত্ব পালন করা।

অতিরিক্ত যোগ্যতাঃ

১. সুঠাম দেহের অধিকারী, কর্মঠ ও শক্তিশালী ।
২. কাজের প্রতি দায়িত্বশীল এবং সর্বদা সজাগ থাকা ।
৩. সৎ ও বুদ্ধিমান জ্ঞান সম্পন্ন ।
৪. ধুমপান না করা ।
৫. উচ্চতাঃ সর্বনিম্ন ৫ ফুট ৬ ইঞ্চি ।

অভিজ্ঞতাঃ কমপক্ষে ০১ (এক) বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ কমপক্ষে অষ্টম শ্রেণী পাস।

বয়সঃ সর্বোচ্চ ৩৫ বছর
কর্মস্থলঃ ঢাকা ।

বেতনঃ ঘণ্টা ভিত্তিক (আলোচনা সাপেক্ষে) ।
অন্যান্য সুবিধাঃ প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী ।

যোগাযোগ (সকাল ০৯:০০ টা থেকে সন্ধ্যা ০৬:০০ টা) ঠিকানাঃ

ক-২১৫, কুড়িল(চৌরাস্তা ), ভাটারা, ঢাকা-১২২৯।
ফোন নম্বর: ০১৮৯৪৪৪২২৬০
ইমেইল: secure.line@hotmail.com

অথবা নিচের ফরমটি পুরণ করুন







    Scroll to Top